হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "তাহফুল-আকুল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম কাজিম (আ.) বলেছেন:
اَفْضَلُ ما يَتَقَرَّبُ بِهِ الْعَبْدُ اِلَى اللّه ِ بَعْـدَ المَعْـرِفَةِ بِهِ الَصَّـلاةُ وِ بِرُّ الْوالِدَيْنِ وَ تَرْكُ الْحَسَدِ وَالُعْجبِ وَالفَخْرِ
আল্লাহকে জানার পর, সর্বোত্তম যা দ্বারা একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তা হল নামজ, পিতামাতার সাথে সদয় আচরণ করা, হিংসা পরিত্যাগ করা, স্বার্থপরতা ও অহংকার পরিহার করা।
(তাহফুল-আকুল, পৃ. ৩৯১)